







Recent News/Update:
ছাত্র-ছাত্রী / অভিভাবকৃন্দ
আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বর্তমান সময়ে সমগ্র বিশে^ কম্পিউটার প্রযুক্তি মানুষের জীবন ও সংস্কৃতির সাথে মিশে গেছে অবিচ্ছেদ্য অংশ হিসেবে । কম্পিউটারকে বাদ দিয়ে এ সময় গতিময় জীবন দ্বারা কল্পনা করা ও কঠিন ।
ইন্টারনেট ই- মেইল,মাল্টিমিডিয়া, গ্রাফিক্রা , ডেভলপমেন্ট, ই-কর্মাস ,ও প্রোগ্রামিং সহ কম্পিউটারের অঙ্গন আজ সম্পূর্ণ রূপে মানুষের জীবন যাত্রা,শিক্ষা,ব্যবসা ,বাণিজ্য,কৃষিকার্য,গবেষণা,বিনোদন সবকিছু বদলে দিয়েছে । কম্পিউটারের র্হাডওয়্যার ও সফটওয়্যার উভয় বিষয়ে মানুষ আজ খুঁেজ পেয়েছে দুর্বার এক প্রাণ শক্তি। র্বতমান ডিজিটাল গণতান্ত্রিক দেশে কম্পিউটার ও কারিগরি শিক্ষা বিস্তারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ । যুগ যুগ ধরে মানুষের র্কম তৎপরতায় পৃথিবী আজ মাধুর্যময় ও গতিশীল । আধুনিক যুগের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার । র্বতমানে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যবসা -বাণিজ্য,র্অথনীতি ,সাময়িক ,আকাশ, গবেষণা প্রত্যেক ক্ষেত্রেই কম্পিউটারের অবাধ বিচরণ। কম্পিউটার ও ইন্টারনেট আজ পৃথিবীর মানুষেরা বন্ধি করেছে একটি ছোট গন্ডির ভেতর। বিশে^র মানব সম্প্রদায়ের এক বিরাট অংশ কম্পিউটার শিক্ষা ও কারিগরি শিক্ষার সাথে যুক্ত হয়ে জীবন মানের উন্নতি সাধন করে চলেছে।কম্পিউটার প্রযুক্তির বিশালতা ও ব্যাপকতা এতো গভীর যে, তা উপলব্ধি করার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ। শিক্ষা যদি সার্বজনীন বা আর্ন্তজাতিক মানসস্পর্ন্ন ও র্কমমুখী হয় ,তবে সে শিক্ষা দেশের যে কোন প্রতিষ্ঠান থেকে র্অজন করা যেতে পারে এটা অনস্বীর্কায যে ,কারিগরি শিক্ষা বিষয়ে আমাদের দেশ এখন আর পিছিয়ে নেই। সঙ্গত অদূর ভবিষ্যতে আমাদের দেশে ও হতে পারে কারিগরি শিক্ষার নেতৃত্ব দানকারি দেশ গুলির মধ্যে একটি দেশ । ”জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট ” দেশব্যাপী কম্পিউটার ও কারিগরি শিক্ষাসহ দেশের অনগ্রসর যুব সমাজের কল্যাণার্থে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রদানের মহতি র্কাযক্রম পরিচালনা করে আসছে। সে সুবাদে অত্র ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ইতোমধ্যে দেশ ও বিদেশে আত্মর্নিভরশীল হয়ে জীবন গড়ার প্রানবন্ত সুযোগ পেয়েছে।
Copyright 2021. All Rights Reserved. Developer by eRegister.com.bd.